শিরোনাম

ডেঙ্গুর ভয়াবহ দিক শক সিনড্রোম ও হেমোরেজিক

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল ডেঙ্গুর ভয়াবহ দিক শক সিনড্রোম ও হেমোরেজিক শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

বিদেশিরা সম্পর্কোন্নয়নের কথা বলে গায়ে পড়ে প্রশ্ন করেন: পররাষ্ট্রমন্ত্রী

আমরা ক্ষমতায়, আমাদের শান্ত থাকতে হবে: ওবায়দুল কাদের

শিগগির নির্বাচনের ঘোষণা দেবে ইসি, প্রস্তুতি নেন: নেতাকর্মীদের স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ার বাংলাদেশ

আমাদের সম্পর্কে

বাংলা ভাষার জাতীয় দৈনিক আজকের পত্রিকার পথচলা শুরু ২০২১ সালের ২৭ জুন। প্রিন্ট ও ডিজিটাল মাধ্যমে বস্তুনিষ্ঠ ও প্রাসঙ্গিক কনটেন্ট পরিবেশন করে দেশের শীর্ষস্থানীয় নিউজ মিডিয়া ব্র্যান্ড হওয়ার লক্ষ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। ‘সারা দেশের স্থানীয় দৈনিক’ স্লোগান নিয়ে দেশের সব জেলা এবং অধিকাংশ উপজেলায় অবস্থিত সংবাদকর্মী নিয়ে আমরা বাংলাদেশের আনাচ-কানাচের খবর তুলে ধরছি প্রতিদিন, কনটেন্টের সংখ্যা ও বিষয়বৈচিত্র্যে যা দেশের অন্য যেকোনো সংবাদমাধ্যমের তুলনায় ভিন্ন।

আজকের পত্রিকার সঙ্গে আছেন একদল তরুণ ও উদ্যমী সাংবাদিক এবং কর্মী। আর এই পুরো দলকে নেতৃত্ব দিচ্ছেন সংবাদমাধ্যমের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, যাঁদের রয়েছে এই ক্ষেত্র সম্পর্কে বহু বছরের সঞ্চিত জ্ঞান ও অভিজ্ঞতা। আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, গণমাধ্যম গবেষক এবং যোগাযোগ বিশেষজ্ঞ। তিনি বাংলাদেশ সরকারের তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যানও ছিলেন তিনি। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

আজকের পত্রিকা সার্কুলেশন বা প্রচারসংখ্যার দিক দিয়ে দেশের সব সংবাদপত্রের মধ্যে এখন তৃতীয়। তিন ধরনের মলাটে ভিন্ন আঙ্গিকে আমাদের পত্রিকা এমনভাবে সাজানো হয়েছে, যেন এটি পরিবারের সবার পত্রিকা হয়ে উঠতে পারে। তাই এক পত্রিকার মাধ্যমে ভিন্ন ভিন্ন বয়স, শ্রেণি ও পেশার পাঠকের কাছে পৌঁছানো যায় সহজেই। উপরন্তু, আজকের পত্রিকার স্থানীয় সংস্করণের মাধ্যমে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে বিভিন্ন এলাকার সুনির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে যেকোনো পণ্য, সেবা বা ব্র্যান্ডকে তুলে ধরার অনন্য সুযোগ থাকছে। পাশাপাশি সুবিন্যস্ত ও নজরকাড়া ওয়েবসাইটের সঙ্গে সব স্থানীয় সংস্করণ নিয়ে সাজানো ই-পেপার সাইট তো রয়েছেই।

ইউএস-বাংলা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজকের পত্রিকা প্রকাশিত হচ্ছে ঢাকা ও বগুড়ায় অবস্থিত ছাপাখানা থেকে। অনন্যতাকে সঙ্গী করে নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক কনটেন্ট পরিবেশনের পাশাপাশি আমরা খবরের ভেতরের খবর তুলে ধরার চেষ্টা করি, যেন তা পাঠকের চিন্তাধারাকে পুনরুজ্জীবিত করে এবং তাঁর দৈনন্দিন জীবনকে আরও সমৃদ্ধ করে তোলে।